ভারতে তৈরি অপ্পোর স্মার্টফোন মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোতে রপ্তানি করার পরিকল্পনা করছে চীনের স্মার্টফোন সংস্থা। আগামী দুই-তিন বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবে এই চীনা সংস্থা।
মার্কেট রিসার্চ এজেন্সি কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে ভারতের বাজারে ১০ শতাংশ দখল করেছে অপ্পো। বর্তমানে ভারতের বাজারে চতুর্থ স্থানে রয়েছে সংস্থাটি। ভারতের বাজারে ভালো জায়গা তৈরি হওয়ায় স্থানীয় স্মার্টফোন উৎপাদনের পরিকল্পনা করছে অপ্পো।
এ ব্যাপারে অপ্পোর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট স্কাই লি বলেন, ‘পরের দু-তিন বছরের মধ্যে ভারত থেকে মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে ফোন রপ্তানির পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতের ব্যবহারকারীদের ভারতে তৈরি ফোন সরবরাহ করা হচ্ছে।’
এছাড়া, ভারতের গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথোরিটির কাছ থেকে ১১০ একর জমি কিনেছে অপ্পো। সেখানে স্মার্টফোন উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা করেছে সংস্থাটি। এ ব্যাপারে লি বলেন, নয়ডাতে বর্তমানে তাঁদের একটি কারখানা আছে। ২০১৬ সালের জুলাই মাস থেকে সেখানে কাজ চলছে।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৭/ওয়াসিফ