উৎপাদন শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। সম্প্রতি ‘ম্যাড মানি’ প্রোগ্রামে জিম ক্র্যামারকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেশীয় প্রতিষ্ঠান অ্যাপলের নানা ইস্যুতে মতের অমিল রয়েছে। তবে কুকের নতুন এই ঘোষণা ট্রাম্পের নতুন নীতি যুক্তরাষ্ট্রে উৎপাদন প্রক্রিয়া এবং মার্কিনীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির একমত হওয়াই ইঙ্গিত করে।
সাক্ষাৎকারে যখন ট্রাম্পের সাথে অ্যাপলের সম্পর্কের বিষয়ে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তখন কুক বলেন ‘আপনি জানেন, বিশ্বের যে কোনো সরকারের সাথে কাজ করার বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হলো- এমন কিছু বিষয় রয়েছে যা আপনি সম্মত হবেন এবং কিছু আছে যে বিষয়গুলি করবেন না, কারণ আমরা যখন মতানৈক্য করি তখন আমরা বলতে চাই যে আমরা কি করতে চাই এবং ওই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন?’
ইতিবাচক ভঙ্গিতে কুক আরও বলেন, আপনি দেখবেন পৃথিবীর সব দেশের প্রশাসনেই এমন কিছু বিষয় থাকে যা আপনি সম্মত হবেন না, আবার কিছু বিষয়ে সম্মত হবেন।
সূত্র: সিএনবিসি
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৭/ওয়াসিফ