৯ এপ্রিল, ২০২১ ০৪:০৫

রোবট সোফিয়ার আঁকা ছবি ৬ কোটি টাকায় বিক্রি, এবার নজর সংগীতের দিকে

অনলাইন ডেস্ক

রোবট সোফিয়ার আঁকা ছবি ৬ কোটি টাকায় বিক্রি, এবার নজর সংগীতের দিকে

সংগৃহীত ছবি

আবারও আলোচনায় রোবট সোফিয়া। তার গুণের শেষ নেই- সে কথা বলে, কৌতুক শোনায়, গান গায়, আবার ছবিও আঁকে। সেই সোফিয়া সম্প্রতি শিল্প দুনিয়ায় আলোড়ন তুলেছে। গত মাসে তার আঁকা একটি ডিজিটাল ছবি এক নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ ডলার বা প্রায় ৫ কোটি ৮৫ লাখ টাকায়।

এবার গানের জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে রোবটটি! এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন হংকংভিত্তিক হ্যানসন রোবটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রোবট সোফিয়ার উদ্ভাবক ডেভিড হ্যানসন। 

'সোফিয়া নিজে নিজে শিল্পকর্ম করতে পারবে, এই কল্পনা আমার বহুদিনের ছিল,' সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন হ্যানসন।

এবার 'সোফিয়া পপ' নামে এক প্রকল্পের অধীনে বেশ কিছু গানের কাজ করছে এই রোবট। হ্যানসন জানান, তার তৈরি সোফিয়া আবেগ বুঝে মানুষের কাছে মিউজিক ও লিরিক সরবরাহ করবে।

সূত্র: এপি

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর