মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। হয়ে গেছে তাঁর আনুষ্ঠানিক শপথও। ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগের সূচনা হয়েছে। এআই-তে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের জন্য তিনটি টেক জায়ান্ট, বিশ্বের বৃহত্তম এআই প্রকল্প স্থাপনের জন্য একত্রিত হয়েছে। এর নাম হবে 'স্টারগেট'। হোয়াইট হাউস থেকে এমনই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে একটু বেঁকে বসেছেন টেসলা কর্তা ইলন মাস্ক। মেগা প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
'স্টারগেট' প্রকল্পের নেতৃত্ব দেবেন যারা, তার মধ্যে রয়েছেন চ্যাটজিপিটি ওপেনএআই-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং সফটব্যাঙ্কের সিইও মাসায়োশি সন। এনভিডিয়াও প্রকল্পে সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে, তবে তাদের পক্ষ থেকে এখনও কোন নিশ্চিত তথ্য মেলেনি।
তিনটি সংস্থার সিইওরা আনুষ্ঠানিকভাবে স্টারগেট প্রকল্প চালু করতে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে এটি হবে "ইতিহাসের বৃহত্তম এআই অবকাঠামো প্রকল্প", যেখানে "অন্তত ৫০০ বিলিয়ন" বিনিয়োগ হবে, যার প্রথম কিস্তি হবে ১০০ বিলিয়ন। প্রেসিডেন্ট আরও বলেন, প্রকল্পটি যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে এখানে মজার ব্যাপার হল, ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় সমর্থক এবং আস্থাভাজন ইলন মাস্ককে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস কনফারেন্স শেষ হওয়ার কিছুক্ষণ পরে, ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বিভ্রান্তিকর মন্তব্য করেন। আর তাতেই বোঝা যায়, এই মেগা প্রজেক্ট নিয়ে মোটেই খুশি নন টেসলা কর্তা।
তবে এখানে মজার ব্যাপার হল, ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় সমর্থক এবং আস্থাভাজন ইলন মাস্ককে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস কনফারেন্স শেষ হওয়ার কিছুক্ষণ পরে, ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বিভ্রান্তিকর মন্তব্য করেন। আর তাতেই বোঝা যায়, এই মেগা প্রজেক্ট নিয়ে মোটেই খুশি নন টেসলা কর্তা।
বিডি প্রতিদিন/নাজমুল