মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মাঝ সড়কে ডাম্পিং স্টেশন!

আফজাল, টঙ্গী

মাঝ সড়কে ডাম্পিং স্টেশন!

রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ড বিএনএস সেন্টারের সামনে মহাসড়কের মাঝপথে ডাম্পিং স্টেশন। এতে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসসহ অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ঢাকাগামী গাড়িগুলো নতুন চালু হওয়া বিআরটি উড়াল সড়ক পার হওয়ার পর এবং সেতুর নিচের গাড়ি একসঙ্গে জট লেগে যায়। বিষয়টি দেখার যেন কেউ নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই ডাম্পিং স্টেশনটি সড়ক প্রশস্ত করার কারণে রাস্তার প্রায় মাঝে এসে পড়েছে। সড়কের মাঝপথে ময়লার ডাম্পিং থাকায় ময়লা-আবর্জনার পচা উৎকট গন্ধে নাকাল পরিবহন যাত্রীরা। ময়লার গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রায়। এ বিষয়ে উত্তরা এলাকার ট্রাফিক (পরিদর্শক) কাজী মিজান বলেন, গাড়িগুলো উড়াল সেতু পার হয়ে ঢাকার দিকে প্রবেশ করার সময় সড়কের মাঝ পথে ডাম্পিং স্টেশন থাকায় গাড়ির গতি কমে যায়। ফলে এখানে একটু জ্যামের সৃষ্টি হয়। উড়াল সেতু সংলগ্ন ডিএনসিসির ডাম্পিং স্টেশন সরিয়ে দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি ডাম্পিং প্লেসটি এখান থেকে সরানোর জন্য। এ বিষয়ে মেয়রের সঙ্গেও কথা হয়েছে। তবে জায়গা সংকুলানের অভাবে একটু সমস্যা হচ্ছে। আশা করছি, এ ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নিতে পারব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর