‘মডেল অফ-ডিউটি’ লুক, একটি জনপ্রিয় স্ট্রিট স্টাইল ট্রেন্ড। যা সহজ, নৈমিত্তিক এবং দৈনন্দিন পোশাককে মূলত একটি স্টাইলিশ লুকে দেখানো হয়। তবে সাজে খানিকটা ভিন্নতা রয়েছে...
র্যাম্প রানওয়ে থেকে শুরু করে পত্রিকার পাতা কিংবা টেলিভিশনের প্রচারণা পর্যন্ত মডেলদের নিখুঁত মেকআপের পাশাপাশি আত্মবিশ্বাসী থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। একজন মডেলকে র্যাম্প রানওয়েতে ক্যাটওয়াক করতে দেখে আমরা বেশ অবাক হই। আবার পর্দার আড়ালেও তাদের অনায়াস সৌন্দর্য হরহামেশাই দেখা যায়। নিউইয়র্কের রাস্তায় গিগি হাদিদ বা পালোমা এলসেসারকে স্বাভাবিক সৌন্দর্যে দেখা যায়। তাই মনের কোণে বরাবরই উঁকি দেয়- কীভাবে তারা এমন অপরূপ সৌন্দর্য করে তোলেন? বেশ কয়েকটি ফ্যাশন শোতে কাজ করা পেশাদার মেকআপ আর্টিস্ট মারিজানা জিভানোভিচের এক সাক্ষাৎকার থেকে জানা গেছে, কীভাবে বাড়িতে বসে মডেল অফ-ডিউটি মেকআপ লুক পাওয়া যায়।
১. দীপ্তিময় ত্বক তৈরি করুন :
মারিজানা জিভানোভিচ বলেন, ‘মডেল অফ-ডিউটি মেকআপের কথা ভাবলে, চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল, হাইড্রেটেড ত্বক। যা সতেজ এবং স্বাভাবিক দেখায়। এই বিউটি এক্সপার্ট বিশেষভাবে জোর দিয়ে বলেন, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো- ‘ত্বকের যত্ন’। এর সবচেয়ে সহজ উপায় ধারাবাহিক ত্বকের যত্নের রুটিন অনুসরণ। ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখতে নিয়মমাফিক রূপ-রুটিনে নিজেকে অভ্যস্ত করে তোলা। এক্ষেত্রে ফেসিয়াল, সিরাম, ক্রিম এবং এসপিএফ যুক্ত ময়েশ্চার ব্যবহার হতে পারে নিত্য দিনের হাতিয়ার। জিভানোভিচ আরও পরামর্শ দেন- আপনি এমন কিছু চান যা সামান্য কভারেজ দেবে পাশাপাশি ত্বক শ্বাসও নিতে পারবে, তাহলে টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। শুটিং সেট এবং ব্যাকস্টেজে মডেলদের মুখের ওপর অনেক কিছু ঘটে, তাই যখন তারা অফ ডিউটিতে থাকেন তখন তারা ত্বক ঢেকে রাখার পরিবর্তে তা পুনরুদ্ধারে মনোযোগ দেন। যা এই লুকের মেকআপ করতে একটি সহায়ক ভূমিকা পালন করে।
২. কম কনসিলার ব্যবহার করুন :
অনেক মডেলের সাদামাটা মুখেও গ্ল্যামারাস ভাব থাকে। মেকআপ আর্টিস্ট জিভানোভিচ অবশ্য এর কৃতিত্ব দেন অল্প পরিমাণে কনসিলার ব্যবহার করাকে। তিনি বলেন, প্রয়োজনে মুখে সামান্য কনসিলার ব্যবহার করুন। এতে দাগ, লালচে ভাব এমনকি চোখের নিচের কালো দাগও ঢেকে যাবে। তবে মসৃণতার জন্য ত্বকের ওপর হালকাভাবে ব্লেন্ড করতে হবে। এক্ষেত্রে তিনি ম্যাট ফাউন্ডেশন বা ভারী ফিনিশের ফর্মুলা এড়িয়ে চলার পরামর্শ দেন। তার ভাষ্যমতে, এমন কোনো পণ্য এড়িয়ে চলুন- যা প্রয়োগ কিংবা অপসারণ খুব বেশি কষ্টসাধ্য। আপনার ত্বক যত বেশি ন্যাচারাল দেখাবে, আপনাকে তত আকর্ষণীয় দেখাবে।
৩. ক্রিম ব্যবহার করুন :
বাকি মেকআপ প্রয়োগ করার ক্ষেত্রে জিভানোভিচ পাউডার ভিত্তিক পণ্যের পরিবর্তে ক্রিম-জাতীয় মেকআপ পণ্য ব্যবহারের পরামর্শ দেন। যেহেতু পাউডার কখনো কখনো ত্বককে শুষ্ক করে তোলে, তাই ক্রিম এবং লিকুইড হাইলাইটার মডেল অফ-ডিউটি লুকের জন্য অপরিহার্য। এই মেকআপ আর্টিস্ট বলেন, গালের উঁচু অংশে এবং চোখের কোণে সামান্য পরিমাণে ক্রিম হাইলাইটার লাগান। এমনকি চাইলে- চোখের পাতাতেও সামান্য পরিমাণে লাগাতে পারেন। সূক্ষ্ম দীপ্তি আনবে। তাছাড়া গালে ন্যাচারাল আভা আনার জন্য জিভানোভিচ ক্রিম ব্লাশ ব্যবহার করার পাশাপাশি গালের আপেল অংশে ব্লেন্ড করার পরামর্শ দেন। প্রসাধনীটি ত্বকে হালকাভাবে লাগাবেন এবং পছন্দসই লালচে ভাব না আসা পর্যন্ত ওপরের দিকে ব্লেন্ড করুন। এই ধাপে তিনি মেকআপ কিটের বদলে আঙুল ব্যবহারের পরামর্শ দেন। তার ভাষ্য, ক্রিম আঙুল ব্যবহারে অ্যাপ্লিকেশনটি ঠিকভাবে ফুটে ওঠে এবং মেকআপ ত্বকে নির্বিঘ্নে মিশে যায়।
৪. চোখের পাতা তুলুন :
মডেলদের সর্বদা সতেজ দেখায়, এমনকি যদি তারা আগের রাতে খুব কম ঘুমিয়ে থাকে- বিশেষ করে ফ্যাশন সপ্তাহে। জিভানোভিচ ব্যাখ্যা করেন যে, চোখকে যতটা সম্ভব খোলা দেখাতে আইল্যাশ কার্লার অপরিহার্য। তিনি বলেন, আপনার চোখের পাতাকে কার্ল করুন! এটি সত্যিই চোখকে খোলা দেখায় এবং এক্ষেত্রে কখনো কখনো মাস্কারারও প্রয়োজন হয় না। আর আপনি যদি মাস্কারায় স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে হালকা ফর্মুলা ব্যবহার করুন। খুব বেশি জমাট বাঁধা বা ভারী কিছু একদমই নয়। ভারী মাস্কারা চোখকে ভারী করে তুলতে পারে। আপনি যদি খুব বেশি মেকআপ প্রয়োগ করেন তবে তা অপসারণে আপনার আঙুল দিয়ে চোখের পাতার ওপর চালাতে বা কোনো স্মাজ পরিষ্কার করতে একটি কিউ-টিপ ব্যবহার করতে পারেন।
৫. সাধারণ ভ্রু বজায় রাখুন :
সাধারণত মডেলদের পূর্ণ এবং স্বাভাবিক চেহারার ভ্রু থাকে। যা অতিরিক্তভাবে আঁকা হয় না। জিভানোভিচ এই চেহারা অর্জনের জন্য ভ্রু জেলকে একটি হিরো পণ্য হিসেবে উল্লেখ করেন। প্রয়োজনে ভ্রু পেনসিল দিয়ে হালকাভাবে ভ্রুর ফাঁকা অংশ পূরণ করার পরামর্শ দেন। অন্যথায় কেবল একটি জেল দিয়ে ভ্রু ব্রাশ করুন। আইব্রো জেল কেনার সময়, এমন একটি ফর্মুলা বেছে নিন যা সারাদিন চুলকে জায়গায় রাখতে সাহায্য করবে। অতিরিক্ত প্রয়োগে মোমের মতো বা ফ্লেকি দেখাবে না।
৬. ঠোঁটে লিপস্টিকের আভা রাখুন :
প্রাকৃতিক চেহারা এবং হাইড্রেটেড ঠোঁটের জন্য, গাঢ় লিপস্টিক বা অতিরিক্ত ম্যাট ফিনিশ এড়িয়ে চলুন। জিভানোভিচের ভাষ্যমতে, মডেল অফ-ডিউটি লুকের জন্য এমন পণ্য ব্যবহার করবেন যা প্রাকৃতিক আভা তৈরি করবে। তিনি আরও বলেন, রঙিন হাইড্রেটেড ঠোঁটের জন্য টিন্টেড লিপ অয়েল বা লিপ বাম বেছে নিন, কারণ এটি সবচেয়ে প্রাকৃতিক এবং সতেজ দেখায়। আপনি দীর্ঘস্থায়ী রঙের জন্য লিপ স্টেইন লাগিয়ে ওপরে একটি তেল বা বামও লাগাতে পারেন। আপনি যদি আপনার প্রসাধনীগুলো সর্বাধিক ব্যবহার করতে চান তবে আরও প্রাকৃতিক, মনোক্রোম্যাটিক লুকের জন্য (গাল এবং ঠোঁট) মাল্টি-ইউজ ক্রিম পণ্য ব্যবহার করতে পারেন।
৭. চোখকে রাঙিয়ে তুলুন :
‘মডেল অফ-ডিউটি’ লুককে আরও এগিয়ে নিতে চোখের চারপাশকে সামান্য রাঙিয়ে তুলুন। এক্ষেত্রে শ্যাডো এবং ঝিলিমিলি ফিনিশ ফর্মুলার পরিবর্তে সাধারণ আইলাইনার ব্যবহার করুন। এই মেকআপ আর্টিস্ট মূলত বাদামি আইলাইনারের ভক্ত। কারণ এটি উল্লেখযোগ্যভাবে বহুমুখী। জিভানোভিচ পরামর্শ দেন, যদি চোখের চারপাশে সামান্য সংজ্ঞায়িত করতে চান, তবে চোখের পাতার লাইনের ঠিক ওপরে একটি ব্লেন্ডেবল বাদামি লাইনার পেনসিল ব্যবহার করুন [একটি পাতলা ব্রাশ বা আঙুল দিয়ে স্মাজ করুন]। এটি আইশ্যাডোতে আবদ্ধ না হয়ে লুক রাঙায়।