রাজশাহী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্রসিকিউটরের (জিপি) কক্ষে তালা ঝুলিয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতারা। গতকাল সকালে বিক্ষুব্ধ আইনজীবীরা তালা ঝুলিয়ে দায়িত্বে থাকা পিপি ও জিপিদের বের করে দেন। ফলে পিপি ও জিপিরা আদালতে তাদের দায়িত্ব পালন করতে পারেননি।
রাজশাহী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জেমস জানান, ছয় বছর ধরে জেলা আদালতের পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম ও জিপি অ্যাডভোকেট রবিউল হক কাঁকর সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। সম্প্রতি তারা আইন মন্ত্রণালয়ে দলের জন্য ত্যাগীদের এ পদে নিয়োগ দেওয়ার দাবি জানান। কিন্তু রবিবার আগের তিনজনকেই আবারও নিয়োগ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
রাজশাহী আদালতের পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই কক্ষে তালা ঝুলিয়েছেন। ওই সময় তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় মন্ত্রণালয় তাদের আর নিয়োগ দেয়নি। এ ক্ষোভ থেকে তারা এ ঘটনা ঘটিয়েছেন।