সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নোয়াখালী-২

নোয়াখালীকে জাতীয় পার্টির ঘাঁটি করে তুলতে চান হাসান মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীকে জাতীয় পার্টির ঘাঁটি করে তুলতে চান হাসান মঞ্জুর

হাসান মঞ্জুর

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হতে চাইছেন সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর। তিনি নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সেনবাগ জাপার সভাপতি। তিনি বলেন, ‘নোয়াখালীকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই।’

পারিবারিকভাবেই সেনবাগের মানুষের পাশে দাঁড়ানো তার সহজাত বিষয়। হাসান মঞ্জুর ছাত্রজীবন থেকে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয় বলে এলাকায় স্বনামখ্যাত। জানা যায়, সেনবাগের জাপার তৃণমূল নেতা-কর্মীরাও তার মনোনয়নের পক্ষে। তাদের সঙ্গে নিয়েই হাসান মঞ্জুর বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন। মনোনয়ন নিয়ে দলীয় হাইকমান্ডের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। স্থানীয় জাপা নেতারা জানান, এর আগে যত এমপি এসেছেন কেউ এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তার সুফল কমই পেয়েছে এ উপজেলার মানুষ। তাই এ আসনে পরিবর্তন দরকার। জাপা নেতা হাসান মঞ্জুর এমপি হতে পারলে উন্নয়ন কর্মকাণ্ড বাড়বে বলে তারা মনে করেন। তারা জানান, জাপা যদি এ আসন চায়, তাহলে এখানে হাসান মঞ্জুরের বিকল্প নেই। স্থানীয়রা আরও বলেন, জনকল্যাণের কাজে নিরলস পরিশ্রমী এই নেতা সাদা মনের মানুষ।

সর্বশেষ খবর