১৯ নভেম্বর, ২০২০ ১১:১৮

মার্কিন কংগ্রেসে ‘ওম্যান অব কালার’ ৫১ জন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মার্কিন কংগ্রেসে ‘ওম্যান অব কালার’ ৫১ জন

এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা ক্ষেত্রে রেকর্ড ভেঙে দিয়েছে। এ বছর রেকর্ড সংখ্যক ১৪১ জন কংগ্রেসে শপথ নেবেন যাদের মধ্যে ৫১ জনই ‘ওম্যান অব কালার’। এ নাম্বার আরও বাড়তে পারে। কারণে কিছু কিছু আসনে এখনো চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।

মার্কিন কংগ্রেসে ‘ওম্যান অব কালার’ বলা হচ্ছে সে নারীদের যারা  বিভিন্ন বর্ণ আর গোত্রের অর্থাৎ কেউই শ্বেতাঙ্গ নন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতি এটাই প্রথম হবে।

জর্জিয়ায় সিনেট প্রার্থীদের বিষয়ে ঘোষণা দেওয়া হবে জানুয়ারিতে। প্রতিনিধি পরিষদের আরও দুটি আসনের ভোট গণনাও শেষ হয়নি।  তাই কংগ্রেসে অশ্বেতাঙ্গ নারীদের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। 

ওয়াশিংটন স্টেটে এবারই প্রথম একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান প্রতিনিধি পরিষদে জয়ী হয়েছেন। তার নাম ম্যারিলিন স্ট্রিকল্যান্ড। এছাড়া আরেকজন রয়েছেন কোরিয়ান আমেরিকান। নিউ মেক্সিকো স্টেটের ডেলিগেশনেও রয়েছেন কৃষ্ণাঙ্গ এবং কোরিয়ান নারীরা। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর