৩ ডিসেম্বর, ২০২২ ১১:৪০

অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা

কাতার বিশ্বকাপে এশিয়ার দল সৌদির বিপক্ষে হারের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচের আগে আবারও আলোচনায় আনহেল দি মারিয়ার ইনজুরি।

বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা। নক-আউটে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে আর্জেন্টাইন দলের অন্যতম ভরসা দি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তার পুরোনো উরুর চোট লে আলবিসেলেস্তেদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

গ্রুপ পর্বে বাঁচামরার ম্যাচে খেললেও ম্যাচের ৫৯তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচে চোখে পড়ার মতো ছন্দে ছিলেন না। তখন থেকেই নক-আউটে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, আমরা পুরোদমে অনুশীলন করিনি। আমরা অস্ট্রেলিয়া দলকে নিয়ে বিশ্লেষণ করেছি। অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব।

কোচের দাবি, দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। ফিট থাকলে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর