৬ ডিসেম্বর, ২০২২ ১৪:৫৩

অশ্রুবিন্দুতেই এবার মুক্তা ফলাবেন নেইমার?

অনলাইন ডেস্ক

অশ্রুবিন্দুতেই এবার মুক্তা ফলাবেন নেইমার?

চোটের পরিণতি কী ভয়ংকর হতে পারে, তা নেইমারের মতো আর কে জানে? ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এক ভয়াবহ চোট নেইমারের বিশ্বকাপ যাত্রা শেষ করে দিয়েছিল।

২০২২ কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তেমন চোটে পড়েছিলেন নেইমার। না তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি। শঙ্কা কাটিয়ে নেইমার দলে ফিরেছেন, শেষ ষোলোর ম্যাচে ঝলকও দেখিয়েছেন।

তবে চোটের সাথে লড়াই করে ফেরা নেইমার জানালেন তার সংগ্রামের গল্প। সার্বিয়ার বিপক্ষে পাওয়া চোটের পর রাতভর কেঁদেছিলেন ব্রাজিলের এই তারকা।

সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম থেকেই নামেন নেইমার। দলের প্রথম গোলে অবদানের পাশাপাশি পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে হয়েছেন ম্যাচ সেরা।

 নেইমার বললেন, ‘অনেক ভয় পেয়েছিলাম। আমি খুব ভালো ফর্মে ছিলাম, দারুণ একটি মৌসুম পার করছিলাম। এরমধ্যে গোড়ালির চোট মেনে নেওয়া কঠিন। ওই রাতে আমি অনেক কেঁদেছি, আমার পরিবারের মানুষ জানে।’

নেইমার ভয়কে জয় করার গল্পটাও জানালেন ‘এমন চোটের পর হাজারো চিন্তা ভর করেছিল। ছিল সন্দেহ ও ভয়। তবে আমার সতীর্থ ও পরিবার প্রচণ্ড সমর্থন যোগাতে থাকে। বাইরে থেকে অনেক বার্তা পাই। যা আমার মনের জোর বাড়িয়ে দেয়। আমি সাহস ফিরে পাই।’

নেইমার বললেন  ‘তবে ফেরার লড়াই হয় দ্রুত। সব কিছু পরিকল্পনা করা হয়। এই লড়াই দারুণ। সেই রাত থেকে পরদিন ১১টা পর্যন্ত আমি ফিজিওর সঙ্গে কাজ করি। বাকি দিনগুলোতে ভোর ৫টা, ৬টা পর্যন্ত কাজ চলতে থাকে। এইসব কষ্ট সব উবে যাবে যদি শিরোপা জিততে পারি।’

সত্যিই কী নেইমারের এবার পুনরুত্থান হবে। পারবেন ব্রাজিলকে ষষ্ট শিরোপা এনে দিতে? তার অশ্রুবিন্দুই কী এবার মুক্তো হবে?

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর