রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহে শূন্য আসনের বিপরীতে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কোন তদবির বা সুপারিশের সুযোগ থাকবে না। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলে শূন্য আসনের বিপরীতে ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিট বরাদ্দের আবেদন প্রক্রিয়া চলবে। স্নাতক দ্বিতীয়বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীকে বেশকিছু শর্ত মানতে হবে। ৬ অক্টোবর সংশ্লিষ্ট হলে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত ১৫ সেপ্টেম্বর জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের সভাপতিত্বে প্রধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিক সভায় হলে সিট বরাদ্দের ক্ষেত্রে সব ধরণের তদবির বা সুপারিশ বর্জন এবং হলে পলিটিক্যাল ব্লক ও কক্ষ না রাখার সিদ্ধান্ত হয়েছে। জ্যেষ্ঠ্যতা, মেধা ও আর্থিক অস্বচ্ছতাসহ প্রতিবন্ধী ও সহশিক্ষা কার্যক্রমে জড়িতদের প্রাধান্য দিয়ে সিদ বরাদ্দের অভিন্ন নীতিমালা প্রণয়নের বিষয়টিও একাধিক প্রাধ্যক্ষ সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত