বন্যাদুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রায় একশো কৃষকের মাঝে ধানের চারা, সার, কীটনাশক ও বীজসহ নানা কৃষি উপকরণ বিতরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার ফেনীর পরশুরাম ও সোনাগাজী উপজেলায় বিনা-১৭ এবং বিআর-২৩ জাতের ধানের চারা ও অন্যান্য কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়।
‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ’ স্লোগানে বশেমুরকৃবি’র শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পরশুরাম ও সোনাগাজীর উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বশেমুরকৃবি’র শিক্ষার্থীবৃন্দ ও শতাধিক স্থানীয় প্রান্তিক কৃষক। সম্প্রতি বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
কৃষি উপকরণ পাওয়া এক কৃষক বলেন, ২ একর জমিতে ধানের চারা লাগিয়েছিলাম। কিন্তু সর্বনাশা বন্যায় সব নষ্ট হয়েছে। বশেমুরকৃবি থেকে এ ধানের চারা ও কৃষি উপকরণ না পেলে আমন ধান চাষাবাদ করতে পারতাম না। এ সহযোগিতা আমার পরিবারের হতাশা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে। এ জন্য তিনি বশেমুরকৃবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর জন্য বশেমুরকৃবি’র শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা, আর্থিক সহায়তা ও গবাদি পশুর চিকিৎসা নিশ্চিতকল্পে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ