বরিশালের বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান ডাকুয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির কাছে গিয়ে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির জমাদ্দার জানিয়েছেন।
তিনি জানান, গত ১৫ বছর ধরে দুর্নীতি, চাঁদাবাজি, দখল করে পৌর মেয়র লোকমান ডাকুয়া বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে। এখন বিএনপি ও জামায়াত নিয়ে কটূক্তি করে বলেছে, তাকে কিছু করার ক্ষমতা নেই। তাই লোকমান ডাকুয়ার বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
নাসির জমাদ্দার বলেন, বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির কাছে লোকমানের বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের মৌখিকভাবে দাবি জানিয়েছে।
অভিযোগের বিষয়ে পৌর মেয়র লোকমান ডাকুয়া বলেন, আমি বলেছি বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তারা কোনো কিছু করবে না। কিন্তু সেটা ভুলভাবে উপস্থাপন করেছে।
বিডি প্রতিদিন/এমআই