রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় নুরুল ইসলাম (৬০) নামের মৎস্য উন্নয়ন করপোরেশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলামের ভাগ্নে পারভেজ বলেন, আমার মামা মৎস্য উন্নয়ন করপোরেশনের অ্যাকাউন্ট কন্ট্রোলার ছিলেন। বুধবার অফিস শেষে স্টাফ বাসে করে এসে শনির আখড়া এলাকায় নামেন। এরপর রাস্তা পারাপারের সময় অন্য একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার মামার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলা ওমদিকান্দি গ্রামে। বাবার নাম সামছুদ্দিন সরকার। ঢাকায় শনির আখড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ