মা ইলিশ সংরক্ষণ অভিযান ও দুর্গাপূজা উপলক্ষে জেলে এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নৌ-পুলিশ সুপার। বুধবার বরিশাল নৌ-বন্দরে এ সভা হয়। বরিশাল সদর নৌ-থানার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পুলিশ সুপার এসএম নাজমুল হক।
সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. বাবুল মীর প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সদর নৌ-থানার ওসি সনাতন চন্দ্র সরকার।
বিডি প্রতিদিন/এএ