বরিশালে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের নিয়ে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নগরীর তিনটি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াতের আয়োজনে নগরীর একে স্কুল, লুৎফর রহমান ক্যাডেট মাদ্রাসা ও সাহেবের হাট সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় জামায়াতের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন, মাওলানা ইসমাঈল হোসেন নেসারী, অধ্যাপক গোলাম গোফরান প্রমুখ।
মহানগর জামায়াত থেকে জানানো হয়, সিরাতুন্নবী উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহানবী (স.) জীবনী নিয়ে একটি বই রয়েছে। এ বই থেকে প্রশ্ন নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ অক্টোবর ফল ঘোষণা করা হবে। জামায়াতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত