গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতার কাছে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় চাঁদাবাজ এইচএম ইমরান মাজহারির বিরুদ্ধে আজ সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাজীপুর সিটি করপোরেশন ৫৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
ভূক্তভোগি জাকির হোসেন জানান, এইচএম ইমরান মাজহারি এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দকে দলীয় ট্যাগ দিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদাবাজি করে আসছেন। আমি বিএনপির রাজনীতি করায় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইমরান মাজহারি আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অন্যায়ভাবে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সে আরও বেপরোয়া হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত রবিবার ইমরান মাজহারি ফের আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি আমাকে প্রাণনাশের হুমকি ও ধমকি দিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে আমার স্কুলের অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। যাতে দলীয় ও সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন ও আমার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ইমরান মাজহারি ও তার সহযোগীদের জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
যোগাযোগ করা হলে এইচএম ইমরান মাজহারি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হুমকি-ধমকি দেইনি এবং কারো কাছে কোনো চাঁদা দাবি করিনি। এসব মিথ্যা অভিযোগ।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল