আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।
১৩ই অক্টোবর (রবিবার) মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মিষ্টার ডোনারের হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনের সেরা পুরস্কারটি গ্রহণ করেন জাহিদুল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টির ও বেশি এয়ারলাইন্স কোম্পানি।
সদা হাস্যমুখ, গতিশীল ভালো আচরণ ও যাত্রীবান্ধব ম্যানেজার হিসাবে সুপরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম বেস্ট স্মাইল ক্যাম্পেনে সেরা পুরস্কারটি অর্জন করায় প্রবাশি বাংলাদেশিরা আনন্দিত। এতে করে তার কর্মদক্ষতার মাঝেই দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।
জাহিদুল ইসলাম বাংলাদেশের যশোরের শারশা উপজেলার কৃতি সন্তান।
বিডি প্রতিদিন/হিমেল