গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ১ হাজার ২৯৪টি মণ্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পূজা মণ্ডপের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ওই তালিকায় উল্লেখ করা হয়েছে এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১টি, কাশিয়ানী উপজেলায় ২৩৬টি, কোটালীপাড়া উপজেলায় ৩২২টি, মুকসুদপুর উপজেলায় ২৯৩টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। এরপর ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী ও দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমরা পূজা মণ্ডপের তালিকা ঢাকা প্রেরণ করেছি। জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে আমরা উৎসব মুখর করতে চাই । এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।
গোপালগঞ্জ শহরের বাজার যুব সংঘের দুর্গোৎসব উদযাপনের অন্যতম উদ্যোক্তা দীলিপ কুমার সাহা দিপু বলেন, আমরা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে মণ্ডপে মূর্তি নির্মাণ কাজ শেষ হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপা বলেন, শারদীয়া দুর্গোৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা উদযাপন করব।
বিডি প্রতিদিন/হিমেল