হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগণের জন্য তিন দিনব্যাপী শিক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অডিটোরিয়াম-২ এ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ।
আইআরটির পরিচালক প্রফেসর ড.মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পার্সন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবসরপ্রাপ্ত) মোঃ মোজাহার আলি, আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৬৮ জন প্রভাষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ