বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের বার্থী এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১২ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ