খাগড়াছড়ি পর্যটন এলাকা রিসাং ঝর্ণায় বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ঝর্ণার পানিতে ডুবে মোঃ রাকিব নামে এক কিশোর মারা গেছেন। সে আনন্দনগর অফিস সংলগ্ন গোলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার ওসি ( তদন্ত ) শরিফ জানান , চার বন্ধুর সাথে শুক্রবার বিকেলে রিসাং ঝর্ণায় বেড়াতে গিয়ে মো :রাকিব (১৫)পানিতে তলিয়ে যায় । পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে লাশ উদ্ধার করে। লাশ মাটিরাঙ্গা থানায় রয়েছে ।
বিডি প্রতিদিন/আশিক