বানের জলে ঘর ডুবেছে
বুক কাঁপে থরথর,
মায়ের মুখে নেই হাসি নেই
নৌকা এখন ঘর!
বইখাতা সব ভিজে গেছে
চোখ করে ছলছল,
বাবার মুখে ছাপ চিন্তার
বাড়ছে নদীর জল!
রাত কেটে যায় সকাল আসে
কিন্তু আলো নেই,
ইশকুলটা কেমন আছে
হয়তো ভালো নেই!
বানের জলে ঘর ডুবেছে
বুক কাঁপে থরথর,
মায়ের মুখে নেই হাসি নেই
নৌকা এখন ঘর!
বইখাতা সব ভিজে গেছে
চোখ করে ছলছল,
বাবার মুখে ছাপ চিন্তার
বাড়ছে নদীর জল!
রাত কেটে যায় সকাল আসে
কিন্তু আলো নেই,
ইশকুলটা কেমন আছে
হয়তো ভালো নেই!