ইতিহাসের পাতায় পাতায়
লিখা আছে যত,
পরাধীন এক জাতির কথা
আছে অবিরত।
নয় মাস এক শত্রুর সাথে
বাঙালিদের লড়াই
যুদ্ধের সময় এক হলো যে
এটাই দেশের বড়াই।
মুক্ত করলো দেশমাতৃকা
মুক্ত করলো ভূমি
স্বাধীন হলো দেশের মাটি
রক্তেরই দাগ চুমি।
রক্তাক্ত এক বিজয় এলো
লক্ষ প্রাণের দামে
পরাধীনতার নাম ঘুচিয়ে
লাল সবুজের খামে।