কোথায় গেলো দলে দলে
ফুটবল ক্রিকেট খেলা
কোথায় গেলো শৈশবের ঐ
কলা গাছের ভেলা।
কোথায় গেলো শীতের আমেজ
কোথায় গেলো সুখ
কোথায় গেলো পাখপাখালির
হরেক রকম মুখ।
কোথায় গেলো খেজুর রস
কোথায় গেলো পিঠা
কোথায় গেলো রোদ পোহানো
জমিদারের ভিটা।
কোথায় গেলো বুড়ো চাচার
লাঙ্গল কাঁধের যাত্রা
কোথায় গেলো কবিতার
তাল লয় আর মাত্রা।
কোথায় গেলো নব বধূর
লজ্জা লজ্জা ভাবটা
কোথায় গেলো সমাজসেবক
যে খোঁজে না লাভটা।
কোথায় গেলো স্নেহ শ্রদ্ধা
কোথায় গেলো দোয়া
সবকিছুতে দেখছি এখন
নতুনত্বের ছোঁয়া।