মায়ের ভাষা চেয়েছিল
নিতে যাঁরা কেড়ে,
বীর বাঙালির কাছে তারা
গেল সেদিন হেরে।
বাপ হারালো মা হারালো
কেউ হারালো ভাই,
অত্যাচারীর কবল থেকে
পায়নি কেউ রেহাই।
তিরিশ লক্ষ শহীদ হলো
পেতে এই দেশটা,
সবাই সেদিন এগিয়ে গেল
দেখতে তার শেষটা।
রাস্তাঘাট আর ব্রিজ-কালভার্ট
পুরলো কত ঘর,
অনেক ত্যাগে পেলাম মোরা
ষোলই ডিসেম্বর।