উত্তর পাড়ায় বাঘ ঢুকেছে
দক্ষিণ পাড়ায় শোর,
পূর্ব পাড়ায় বাঘ ধরতে
শুরু হয় তোড়জোড়।
পশ্চিম পাড়ার লোকজনেরা
বাঘের ভয়ে পালায়,
এই সুযোগে চালাক শেয়াল
মুরগি ধরে খায়।
আসলে সে বাঘ ছিল না
ছিল বাঘের মাসি,
এই খবরটা শোনার পরে
শেয়ালে দেয় হাঁচি।
হাঁচির শব্দে কুকুর এসে
জোরছে করলে ঘেউ,
গুজবের ঘোর কেটে গিয়ে
বাঘ পায়না আর কেউ।