ঝিরিঝিরি বৃষ্টি আসে
ইতর ব্যাঙের বিয়ে
খুশিতে মন তাক ধুমা ধুম
টোপর মাথায় দিয়ে।
বিষ্টিপরি বিষ্টিপরি
ঝরাও তোমার বিষ্টি
জানো না আজ ব্যাঙের বিয়ে
রানি ভীষণ মিষ্টি!
ইতর ব্যাঙের বিয়ে যে তাই
গাইছে নদীর মাছে
সে গান শুনে সুখের ঘোরে
জলপরি সব নাচে।
ঝিরিঝিরি বৃষ্টি আসে
ইতর ব্যাঙের বিয়ে
খুশিতে মন তাক ধুমা ধুম
টোপর মাথায় দিয়ে।
বিষ্টিপরি বিষ্টিপরি
ঝরাও তোমার বিষ্টি
জানো না আজ ব্যাঙের বিয়ে
রানি ভীষণ মিষ্টি!
ইতর ব্যাঙের বিয়ে যে তাই
গাইছে নদীর মাছে
সে গান শুনে সুখের ঘোরে
জলপরি সব নাচে।