১.
খরগোশ গাজরের ক্ষেতে
শীতের সকালে থাকে মেতে।
পিটপিট করে সে তাকায়
গাজর কুটুস করে খায়।
জলদি পালায় এলে কেউ
পাতার আড়ালে ওঠে ঢেউ।
২.
ছড়াতে তাল ছিল না
ছিল না মিলের বড়াই
আহা কি আদিখ্যেতা!
আওয়াজের শূন্য কড়াই।
কোনটা যে ছড়া হলো
সে বিচার কালের খাতায়
খামোখা আওয়াজ ঝেড়ে
আহারে আসর মাতায়।