শিশির ভেজা রাত্রি আসে
আলোর মশাল নিয়ে
বীর বাঙালি জয় এনেছে
প্রাণের বলি দিয়ে।
অনেক ত্যাগের বিনিময়ে
বিজয় এলো শেষে
সবুজ শ্যামল মায়ায় ভরা
ঘাস ফড়িংয়ের দেশে।
রক্তে পাওয়া স্বাধীনতা
রাখতে হবে মান
দেশের তরে দশের তরে
বিলিয়ে দেব প্রাণ।
শিশির ভেজা রাত্রি আসে
আলোর মশাল নিয়ে
বীর বাঙালি জয় এনেছে
প্রাণের বলি দিয়ে।
অনেক ত্যাগের বিনিময়ে
বিজয় এলো শেষে
সবুজ শ্যামল মায়ায় ভরা
ঘাস ফড়িংয়ের দেশে।
রক্তে পাওয়া স্বাধীনতা
রাখতে হবে মান
দেশের তরে দশের তরে
বিলিয়ে দেব প্রাণ।