লাখো প্রাণের বিনিময়ে
বিজয় এলো ঘরে,
মায়ের কান্না মুক্তা হয়ে
ঘাসের বুকে ঝরে।
লাল সবুজের ঐ পতাকা
ঊর্ধ্ব শিরে ওড়ে,
বীর শহীদের বলিদান
থাকে হৃদয় জুড়ে।
বিশ্ব দরবারে বুক ফুলিয়ে
বলতে পারি কথা,
স্বর্ণাক্ষরে বাঁধানো হলো
এই বিজয়ের গাথা।
ডিসেম্বরের ষোল তারিখ
বিজয়ের গান গায়,
ফুল হাতে ভোরে ওঠে
শহীদ মিনারে যায়।