১৯ অক্টোবর, ২০১৬ ২২:৩৬

রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের হয়ে নোবেল পাননি!

অনলাইন ডেস্ক

রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের হয়ে নোবেল পাননি!

উইকিপিডিয়ার তথ্যে দেখা গেছে, রবীন্দ্রনাথের নোবেলপ্রাপ্তির সাল (১৯১৩), ছবি, নামের স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর, দেশের স্থানে ভারতের নাম লেখা আছে। কিন্তু দেশের স্থানে ভারতের নাম থাকলেও পতাকা রয়েছে দ্য স্টার অব ইন্ডিয়া রেডের। এ নিয়ে ভারতে বেশ সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, তাহলে কী রবীন্দ্রনাথ ভারতের হয়ে নোবেল পুরস্কার পাননি। খবর জি নিউজের।  

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯১৩ সালে বিশ্বকবি যখন নোবেল সম্মানে ভূষিত হয়েছিলেন ভারত তখনও পরাধীন ছিল। রবী ঠাকুরের নোবেল প্রাপ্তির ৩৪ বছর পর স্বাধীনতা অর্জন করে ভারত। তাই  মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া এতদিন যে ইতিহাস বহন করে ভারতবর্ষ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল সে ইতিহাস বিকৃত করেছে। 

১৯৭৯ সালে স্বাধীন ভারতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা, ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অমর্ত্য সেন, সর্বশেষ ২০১৪ সালে শান্তিতে পেয়েছেন কৈলাস সত্যার্থী। পরাধীন ভারতে নোবেল প্রাপকদের মধ্যে একজন রবীন্দ্রনাথ। এ ছাড়া পরাধীন ভারতে পদার্থবিদ্যায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে জন সি ভি রামন ১৯৩০ সালে নোবেল পেয়েছিলেন। 


বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর