ভারত-পাকিস্তান যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে। এ অবস্থায় ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আইপিএলে না হলেও পিএসএলে নাহিদ রানা ও রিশাদ হোসেন খেলছেন। এ নিয়ে বিসিবি উদ্বিগ্ন। বিসিবিকে জানানো হয়েছিল তাদের নিয়ে ভয়ের কিছু নেই। বিদেশি ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা দেবে পাকিস্তান। গতকাল ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি বদলে গেছে। বিসিবি কোনোভাবেই চাচ্ছে না দুই ক্রিকেটার পাকিস্তানে থাকুন। তাই পিএসএল শেষ না করেই দুজন ফিরে আসছেন। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এমন ভয়াবহ পরিবেশে তাঁরা কীভাবে আসবেন সেটাও প্রশ্ন। এদিকে জম্মুতে পাকিস্তানের হামলার পর গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বন্ধ হয়ে গেছে।
বৃষ্টিতে এমনিতেই দেরি করে ম্যাচ শুরু হয়েছিল। জম্মুতে হামলার পর নিরাপত্তার কারণে দর্শকদের গ্যালারি ছেড়ে যেতে বলা হয়। এরপর ফ্লাডলাইটেও বন্ধ হয়ে যায়।