ভারত-পাকিস্তান সংঘাতের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করেছে ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর প্রেক্ষিতে সাতক্ষীরার তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা ও ভাদিয়ালী কাকডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি।
জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে অধিকতর টহল তৎপরতার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন।
এ নিয়ে সাতক্ষীরা সদর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, ভারত-পাকিস্তান সংঘাতের ঘটনায় সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। পাশাপাশি সীমান্তে জোরালো গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ