আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা।
এর আগে, রাত পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা প্রায় ২৫ মিনিট ধরে মহাসড়কে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধকালে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ প্রভৃতি স্লোগান দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ