লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা আব্বাস পাটওয়ারী বাবার (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার হাজিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্বাস পাটওয়ারী নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীর টেক এলাকার মৃত তরিক উল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্বাস পাটোয়ারী। এসময় দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজিগঞ্জ এলাকা অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে বাবর রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা বাবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে।
২০২৩ সালে বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বাবরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        