তাইওয়ান ঘিরে আবার সামরিক চালাচ্ছে চীন। সোমবার ওই ভুখণ্ড ঘিরে যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েন করেছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন।
গত দুই বছরের মধ্যে তাইওয়ানকে ঘিরে চতুর্থবারের মতো বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে দেশটি।
তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ গোষ্ঠীকে কড়া সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে নতুন এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।
চীন আরও বলেছে, এই মহড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার জন্য একটি বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ।
গত বৃহস্পতিবার তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিন প্রেসিডেন্ট লাই চিং-তের একটি বক্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করে। এর দিন কয়েকের মাথায় তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করল চীনা বাহিনী।
লাই চিং-তে তার বক্তব্যে তাইওয়ানের ‘অধিভুক্তি’ প্রতিরোধের অঙ্গীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, বেইজিং ও তাইপে কেউ কারও অধীন নয়।
তাইওয়ানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পর চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, লাই চিং-তের এই ‘উসকানি’ তাইওয়ানের জনগণের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে।
চীনের হুঁশিয়ারির পর তাইওয়ানের পক্ষ নিয়ে বেইজিংকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। তবে ‘সতর্কতা’ উপেক্ষা করেই তাইওয়ান ঘিরে নতুন সামরিক মহড়া শুরু করল চীন। সূত্র: বিবিসি, আল-জাজিরা, এপি এএফপি
বিডি প্রতিদিন/একেএ