ভারতের দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণে অভিযান শুরু করেছে পুলিশ। বুধবার কালিন্দি কুঞ্জ, শাহীন বাগ, জামিয়া নগরসহ দিল্লির একাধিক জায়গায় ব্যাপক অভিযান চালানো হয়। ওই সব এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড পরীক্ষা করে দেখেন পুলিশের কর্মকর্তারা।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, ‘বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং পরবর্তীতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’ মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দিল্লির মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে এক নির্দেশনা দিয়ে জানায়, রাজধানীতে বসবাসরত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। আগামী ২ মাস এই অভিযান চালানোর কথাও বলা হয়। এরপরই স্থানীয় পুলিশের তরফে অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট গভর্নর সচিবালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘গত শনিবার দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার উলেমা ও মুসলিম নেতারা লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।