মুশফিকুর রহিমের শততম টেস্টটি জিততে আরও একটি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে নাজমুল বাহিনীকে। আজ পঞ্চম দিন হয়তো প্রথম সেশনেই জয়ের প্রয়োজনীয় ৪ উইকেট তুলে নেবেন টাইগাররা। সেটা কত দ্রুত দেখার বিষয়। সিলেটে নাজমুল বাহিনী জিতেছিল ইনিংস ও ৪৭ রানে। মিরপুরে জিততে বাংলাদেশের দরকার ৪ উইকেট। জিতলেই আয়ারল্যান্ডকে ২ টেস্ট ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে বাংলাদেশ হারাচ্ছে আইরিশদের, প্রায় নিশ্চিত। ৫০৯ রানের আকাশসমান টার্গেটে খেলতে নেমে সফরকারী আয়ারল্যান্ড চতুর্থ দিন পার করে ৬ উইকেটে ১৭৬ রান তুলে। ৩৩৩ রানে পিছিয়ে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামবেন দুই অপরাজিত ব্যাটার কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। নাজমুল বাহিনীর দরকার ৪ উইকেট।
তৃতীয় দিনই জয়ের ভিত তৈরি করে নিয়েছিলেন টাইগাররা। দিন শেষ করেছিলেন ১ উইকেটে ১৫৬ রান তুলে। গতকাল ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। অথচ হাফ সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের। চার ব্যাটারেরই সম্ভাবনা ছিল সেঞ্চুরির। জয় তৃতীয় দিনে আউট হন ৬০ রানে। গতকাল স্কোর বোর্ডে আরও ১৭ রান যোগ করে বিচ্ছিন্ন হয় সাদমান-মুনিরুল জুটি। সাদমান আউট হন ৭৮ রানে। ১৪তম সেঞ্চুরির আশা জাগিয়েও মুমিনুল আউট হন ৮৭ রানে। প্রথম ইনিংসে করেছিলেন ৬৩ রান। শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির একটি সুপ্ত সম্ভাবনা ছিল মুশফিকের। ৫৩ রানে অপরাজিত থাকার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল। আরও এক ঘণ্টা ব্যাটিং করলে হয়তো মুশফিক সেঞ্চুরির চেষ্টা করতে পারতেন। নাজমুল সে পথে না হেঁটে ইনিংস ঘোষণা করেন। টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিকেট একটি টিম গেম। হয়তো আরও এক ঘণ্টা পর ইনিংস ঘোষণা করতে পারত। কিন্তু দলের ভাবনায় অধিনায়ক নাজমুল ইনিংস ঘোষণা করেন।’
৫০৯ রানের টার্গেটে দুই টাইগার বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদের ঘূর্ণিতে ১৭৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। দলটির পক্ষে ৫০ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। তাইজুল ২০ ওভারের স্পেলে ৫৫ রানের খরচে নেন ৩ উইকেট। উইকেট ৩টি নিয়ে পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। ৫৭ টেস্টে ২৪৯ উইকেট নিয়ে এ মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল। আর একটি উইকেট নিলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকারি ক্লাবে নাম লিখবেন তাইজুল।