বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে শোভা পাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সোনারঙা ট্রফি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ ট্রফি দেখতে ভিড় জমিয়েছে ক্রিকেটপ্রেমীরা। কঠোর নিরাপত্তা বলয়ে চারদিক থেকেই দেখার ব্যবস্থা করা হয়েছে। কেউ একা, আবার কেউবা প্রিয়জনকে নিয়ে ফ্রেমবন্দি করছেন ট্রফি। আবার কেউ এসেছেন শরীরে রয়েল বেঙ্গল টাইগার এঁকে। এর আগেও ওয়ানডে বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটি শপিং মলে। এবার ট্রফি প্রদর্শনীর পাশাপাশি ছিল আকর্ষণীয় দুই মাসকট। নীল রঙের টং ও কমলা রঙের ব্লেজ। তাদের সঙ্গেও ছবি তুলতে ভোলেননি কেউ। এ ছাড়া ছিল গেমিং জোন ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। বিজয়ীকে দেওয়া হয় আইসিসির লগোসংবলিত রিচ ব্যান্ড ও ক্যাপ। পুরস্কার পেয়েও উচ্ছ্বাসের কমতি রাখেননি কেউ। শপিং মল জুড়েই ছিল দর্শনার্থীর উন্মাদনা। গতকাল এই ছিল বসুন্ধরা শপিং মলের চিত্র। ফলে ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের আলাদা আবেগ ও ভালোবাসা কাজ করে। যেমনটি কাজ করে মেসি-রোনালদোদের ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরই চ্যাম্পিয়ন্স ট্রফির মর্যাদা। যার প্রথম আসর ১৯৯৮ সালে বসেছিল বাংলাদেশে। এখন চলছে নবম আসরের উন্মাদনা। সে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আসর। রাউন্ড-রবিন পদ্ধতির এ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানে ম্যাচ খেলা নিয়ে আপত্তি করেছে ভারত। ফলে খেলার ভেন্যু ও সূচির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তানেই হবে নাকি হাইব্রিড মডেলে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে থেমে নেই আনুষ্ঠানিকতা। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ কার্যক্রম। সে ধারাবাহিকতায় ট্রফি এখন বাংলাদেশে। ক্রিকেটপ্রেমীদের উৎসাহ দ্বিগুণ করে দিয়েছে ট্রফির এ যাত্রাবিরতি। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর তত্ত্বাবধানে চলছে ট্রফির বিশ্বভ্রমণ। গতকাল ঢাকাবাসীর জন্য বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফি রাখা হয় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশের শিরোপা জয়ের আকাক্সক্ষা নিয়ে ট্রফি দেখতে আসেন ছোট, বড় ও তরুণ ক্রিকেটপ্রেমীরা। উচ্ছ্বসিত দর্শনার্থী তাহমিদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ একদিন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসবে। ক্রিকেটাররা ট্রফি নিয়ে ঘুরবে। ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেওয়া হবে।’ আরেক খুদে ক্রিকেটার তাম্মাম জামিল এবারই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে জিতে দেশে ফেরার আশা করছেন। দেশ ছাড়া দ্বিতীয় পছন্দের দল নিয়েও ছিল উন্মাদনা। এখানেও ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। আগের দিন ট্রফির প্রথম প্রদর্শনী হয় কক্সবাজার সৈকতে। আজ ট্রফি থাকবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। এর পরই ঢাকা ছেড়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে। এ প্রতিযোগিতার প্রথম আসরে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হলেও সর্বোচ্চ দুবার করে এ ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া ও ভারত। সবশেষ আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। মূলত আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট র?্যাংকিংয়ের শীর্ষ আট দল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। যদিও বাংলাদেশ দুবার গ্রুপ পর্ব ও একবার সেমিফাইনাল খেলেছিল এ টুর্নামেন্টে। প্রথমবারের মতো সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করতে না পারায় স্থান পেয়েছে আফগানিস্তান।
শিরোনাম
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০০:২২, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
বসুন্ধরা সিটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে উৎসব
আখলাকুল আম্বিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম