দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন দায়িত্ব গ্রহণ করে প্রথম কর্মদিবসেই অন্তত ১৩ এমপি-মন্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসহ তাদের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল দুদকের নতুন কমিশনের প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্ত্রী-সন্তানসহ সাবেক নয় এমপি-মন্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। এ ছাড়া ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করার সিদ্ধান্ত হয়েছে চার সাবেক এমপি-মন্ত্রীর বিরুদ্ধে। এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের পরিচালকদের সব সম্পদ জব্দের সিদ্ধান্ত হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। মামলায় তাদের স্ত্রী-সন্তানদের আসামি করা হয়। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন ও তার স্ত্রী, চুয়াডাঙ্গা-১ আসনের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী এবং মাদারীপুর-৩ আসনের আবদুস সোবহান মিয়া গোলাপের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হয়েছে। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের মধ্যে রয়েছেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত সহকারী ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ। এ ছাড়া ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের আবু জাহির, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম, লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।