৯ বছর আগে ২০১৫ সালের ২৭ অক্টোবর পুরান ঢাকার মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় রুটি তৈরির কারিগর রিয়াদ হোসেনকে সন্দেহ করে হোটেল মালিক আরিফ হোসেন সোহেলের নির্দেশে বেঁধে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে সোহেল গ্রিল কারিগর জসিমের সহায়তায় রিয়াদকে স্বামীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। এরপর খবির মেছিয়ারসহ আরও অজ্ঞাতনামা তিন থেকে চারজনের সহায়তায় রিয়াদকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। রাত ১টার দিকে রিয়াদকে গুলি করেন আরিফ হোসেন সোহেল। এরপর গুরুতর আহত রিয়াদকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন ২০১৫ সালের ২৮ অক্টোবর রিয়াদের ভাই রিপন হোসেন রাজধানীর ওয়ারী থানায় মতিঝিল ঘরোয়া হোটেলের মালিক আরিফ হোসেন সোহেলসহ তিনজনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন। বাকিরা হলেন- গ্রিলের কারিগর মো. জসিম চৌকিদার ও খবির মেছিয়ার। এরপর ২০১৬ সালের ২২ জুলাই হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানা পুলিশের পরিদর্শক আলিম হোসেন শিকদার। সেখানে তিনজনকে আসামি করেন তিনি। ওই বছরের ডিসেম্বরের ১ তারিখে অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে দীর্ঘ আট বছর পার হয়েছে। অথচ এ মামলায় রাষ্ট্রপক্ষ একজন সাক্ষীও আদালতে উপস্থিত করতে পারেনি। বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়ার আদালতে বিচারাধীন। সর্বশেষ গত ২ অক্টোবর এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। কোনো সাক্ষী হাজির না হওয়ায় বিচারক ১৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এ মামলার আসামি জসিম চৌকিদার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে হোটেল মালিক আরিফ হোসেনসহ মেছিয়ার খবিরের জড়িত থাকার কথাও জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টে ডাক্তার গুলির আঘাতে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুদ্দিন আহমেদ সাক্ষী হাজিরের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের কথা বলেন। সাক্ষী সমনের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, পরবর্তী তারিখে সাক্ষীদের হাজির করা হবে। এতদিন হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাক্ষী হাজিরের দায়িত্ব সংশ্লিষ্ট কোর্টের। এত দিন তারা কেন করেনি। বিষয়টি আমার জানা নেই।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স