৯ বছর আগে ২০১৫ সালের ২৭ অক্টোবর পুরান ঢাকার মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় রুটি তৈরির কারিগর রিয়াদ হোসেনকে সন্দেহ করে হোটেল মালিক আরিফ হোসেন সোহেলের নির্দেশে বেঁধে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে সোহেল গ্রিল কারিগর জসিমের সহায়তায় রিয়াদকে স্বামীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। এরপর খবির মেছিয়ারসহ আরও অজ্ঞাতনামা তিন থেকে চারজনের সহায়তায় রিয়াদকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। রাত ১টার দিকে রিয়াদকে গুলি করেন আরিফ হোসেন সোহেল। এরপর গুরুতর আহত রিয়াদকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন ২০১৫ সালের ২৮ অক্টোবর রিয়াদের ভাই রিপন হোসেন রাজধানীর ওয়ারী থানায় মতিঝিল ঘরোয়া হোটেলের মালিক আরিফ হোসেন সোহেলসহ তিনজনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন। বাকিরা হলেন- গ্রিলের কারিগর মো. জসিম চৌকিদার ও খবির মেছিয়ার। এরপর ২০১৬ সালের ২২ জুলাই হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানা পুলিশের পরিদর্শক আলিম হোসেন শিকদার। সেখানে তিনজনকে আসামি করেন তিনি। ওই বছরের ডিসেম্বরের ১ তারিখে অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে দীর্ঘ আট বছর পার হয়েছে। অথচ এ মামলায় রাষ্ট্রপক্ষ একজন সাক্ষীও আদালতে উপস্থিত করতে পারেনি। বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়ার আদালতে বিচারাধীন। সর্বশেষ গত ২ অক্টোবর এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। কোনো সাক্ষী হাজির না হওয়ায় বিচারক ১৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এ মামলার আসামি জসিম চৌকিদার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে হোটেল মালিক আরিফ হোসেনসহ মেছিয়ার খবিরের জড়িত থাকার কথাও জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টে ডাক্তার গুলির আঘাতে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুদ্দিন আহমেদ সাক্ষী হাজিরের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের কথা বলেন। সাক্ষী সমনের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, পরবর্তী তারিখে সাক্ষীদের হাজির করা হবে। এতদিন হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাক্ষী হাজিরের দায়িত্ব সংশ্লিষ্ট কোর্টের। এত দিন তারা কেন করেনি। বিষয়টি আমার জানা নেই।
শিরোনাম
- শেরপুর জেলা যুবদলের সভাপতি মাসুদকে অব্যাহতি
- চাঁদপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
- ফ্যাসিবাদী গুম-খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার
- নেত্রকোনায় নিয়োগবিধিমালা সংশোধনের দাবিতে ক্লাস বর্জন, তালাবদ্ধ অধ্যক্ষ
- আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- ‘গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা’
- গুজব প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেল
- তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি চীন ও জাপান
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দিতে সম্মতি
- চট্টগ্রামে জাল নোট মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ সিরিয়া
- রাবি শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ
- জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না : রুমিন ফারহানা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
- খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি
- জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের টানা আন্দোলন
- দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদি
- সনদের বাইরের সিদ্ধান্ত স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয় : সালাহউদ্দিন
- বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭০৩ মামলা
খুনের কূলকিনারা হলো না ৯ বছরেও
মিনহাজুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
অর্থ আত্মসাৎ : সাবেক মন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
১০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শৈলকুপায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য গঠনে বসুন্ধরা শুভসংঘের কর্মশালা
১৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ