৯ বছর আগে ২০১৫ সালের ২৭ অক্টোবর পুরান ঢাকার মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় রুটি তৈরির কারিগর রিয়াদ হোসেনকে সন্দেহ করে হোটেল মালিক আরিফ হোসেন সোহেলের নির্দেশে বেঁধে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে সোহেল গ্রিল কারিগর জসিমের সহায়তায় রিয়াদকে স্বামীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। এরপর খবির মেছিয়ারসহ আরও অজ্ঞাতনামা তিন থেকে চারজনের সহায়তায় রিয়াদকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। রাত ১টার দিকে রিয়াদকে গুলি করেন আরিফ হোসেন সোহেল। এরপর গুরুতর আহত রিয়াদকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন ২০১৫ সালের ২৮ অক্টোবর রিয়াদের ভাই রিপন হোসেন রাজধানীর ওয়ারী থানায় মতিঝিল ঘরোয়া হোটেলের মালিক আরিফ হোসেন সোহেলসহ তিনজনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন। বাকিরা হলেন- গ্রিলের কারিগর মো. জসিম চৌকিদার ও খবির মেছিয়ার। এরপর ২০১৬ সালের ২২ জুলাই হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানা পুলিশের পরিদর্শক আলিম হোসেন শিকদার। সেখানে তিনজনকে আসামি করেন তিনি। ওই বছরের ডিসেম্বরের ১ তারিখে অভিযোগ গঠন করেন আদালত। এরপর থেকে দীর্ঘ আট বছর পার হয়েছে। অথচ এ মামলায় রাষ্ট্রপক্ষ একজন সাক্ষীও আদালতে উপস্থিত করতে পারেনি। বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়ার আদালতে বিচারাধীন। সর্বশেষ গত ২ অক্টোবর এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। কোনো সাক্ষী হাজির না হওয়ায় বিচারক ১৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এ মামলার আসামি জসিম চৌকিদার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে হোটেল মালিক আরিফ হোসেনসহ মেছিয়ার খবিরের জড়িত থাকার কথাও জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টে ডাক্তার গুলির আঘাতে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুদ্দিন আহমেদ সাক্ষী হাজিরের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের কথা বলেন। সাক্ষী সমনের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, পরবর্তী তারিখে সাক্ষীদের হাজির করা হবে। এতদিন হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাক্ষী হাজিরের দায়িত্ব সংশ্লিষ্ট কোর্টের। এত দিন তারা কেন করেনি। বিষয়টি আমার জানা নেই।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
খুনের কূলকিনারা হলো না ৯ বছরেও
মিনহাজুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর