নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। তাছাড়া শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি শহরে ব্যাপক সংঘর্ষের পরই এ কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির কারণেই মানুষ রাস্তায় নেমেছে। এ সময় তারা নানা ধরনের সরকারবিরোধী সেøাগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেন। পুলিশ জানিয়েছে, সরকারি অফিসে লুটপাট করার পরে এখন পর্যন্ত ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ও উত্তরাঞ্চলের পাঁচ রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তিন প্রদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার দেশটির পুলিশ প্রধান জানিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকা হতে পারে। দেশের পুলিশের সব ইউনিটকে সতর্ক রাখা হয়েছে। তাছাড়া শৃঙ্খলা ফেরাতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি। আলজাজিরা