চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বন্যা ও ভূমিধসে দুজন নিহত হয়েছেন। দুটি পৃথক ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ১৭ জন। বানের জলে গ্রামের ঘরবাড়ি ভেসে গেছে। ধ্বংস হয়েছে একটি মহাসড়কের কিছু অংশ। গতকাল দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, সিচুয়ানের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চল কাংডিংয়ে গতকাল রাতে কাদা ধস হয়। এতে একটি গ্রামের কয়েকটি বাড়ি ধসে যায়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।