জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি এলাকায় গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোজাম্মেল হোসেন মুজা (৩০) ডাকাতকে আটক করেছে নোয়াখালীর ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি ফাইভগান ও ২ রাউন্ড কার্টুজ উদ্ধার করে পুলিশ। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পরন করে হয়েছে। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন প্রকাশ মুজা ডাকাত সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে।
নোয়াখালীর ডিবি পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিল্পকলা একাডেমি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও শীর্ষ ডাকাত মুজাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে একটি ফাইভগান ও ২ রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়। গ্রপ্তারকৃত মুজা ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, লুটপাট, ছিনতাই, ডাকাতিসহ ১২ টির অধিক মামলা রয়েছে