শিরোনাম
২৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪৬

'তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে'

অনলাইন ডেস্ক

'তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে'

ফাইল ছবি

তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মঙ্গলবার শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড রুমে অনুষ্ঠিত একটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

তরুণ লেখক রাশেদ রাহম রচিত ‘একুশে ফেব্রুয়ারি ১৯৫২ : ছাত্র হত্যাকাণ্ড, এলিস কমিশন রিপোর্ট’ বইটির প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে জাদুঘরের পরিচালক ড. শিহাব শাহরিয়ার বক্তব্য রাখেন। 

ইয়াফেস ওসমান বলেন, পুরাতনকে জানার পাশাপাশি এসবের চেতনাকেও ধারণ করতে হবে। এ ধরনের ইতিহাসনির্ভর বই প্রকাশের উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস জানতে ও চেতনাবোধ জাগাতে সাহায্য করবে। 

বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর