চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন তরুণ চিকিৎসক তাহসিন আজমী। রবিবার (৩ আগস্ট) নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হলেও সোমবার (৪ আগস্ট) বিকেলে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন কার্যালয়।
চিকিৎসক তাহসিন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) ইয়ংওয়ান লিমিটেডের চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায়।
জানা যায়, গত ২৯ জুলাই তাহসিন আজমীর জ্বর আসে। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ৩১ জুলাই তাহসিনের রক্তে প্লাটিলেট (অণুচক্রিকা) ৩০ হাজারে নেমে আসে। তখন উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গত শুক্রবার (১ আগস্ট) সকালে নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাহসিনকে। দ্রুত খারাপ হতে থাকে পরিস্থিতি। এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। রবিবার সকালে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে মারা যান তিনি।
তৌহিদুল ইসলাম জানান, মেট্রোপলিটন হাসপাতালে রক্তচাপ কমে যাচ্ছিল। তাকে এইচডিইউতে নেওয়া হয়। কিন্তু ওখানে পরীক্ষা-নিরীক্ষাগুলো হচ্ছিল ধীরগতিতে। বিশেষজ্ঞ চিকিৎসকেরাও দেখছিলেন। হাসপাতাল থেকে রোগী ভালো আছে বলা হচ্ছিল। কিন্তু শনিবার রাতে অবস্থা আরও খারাপ হতে থাকে।
এদিকে সোমবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে ওই চিকিৎসক ছাড়াও ধুখি চাকমা নামে আরও একজনের মৃত্যুর খবর জানায়। ধুখি রাঙামাটির বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত ২৫ জুলাই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত দেড়টার দিকে মারা যান তিনি। এনিয়ে চট্টগ্রাম ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন