সিডনিতে নানা আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গত ১১ অক্টোবর (শুক্রবার) থেকে রবিবার দ্যা পন্ডস্ কমিউনিটি হাবে “দর্পন কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন সিডনি”-র পক্ষ থেকে আয়োজন করা হয়।
পূরাণ অনুযায়ী শুক্রবার দেবীর অকালবোধন এর মধ্য দিয়ে সূচনা হয় দুর্গা পূজার। শিশু থেকে বৃদ্ধ, সবাই ব্যস্ত ছিল পূজার সাঁজ-সজ্জা, বোধন পূজা ও অন্যান্য আয়োজনে। শনিবার সকালে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী পূজার কার্যক্রম। শিশুদের জন্য ছবি আঁকা ও খেলাধুলার ব্যবস্থা ছিল। দিনব্যপী নানা বয়সী শিশু কিশোরদের ঢাকের তালে নাচতে ও ঢাক বাজানোর আনন্দে মেতে উঠতে দেখা গেছে। প্রবাসে বেড়ে ওঠা সনাতন ধর্মাবলম্বী শিশুদের মধ্যে ধর্মীয় চেতনা ও পূজার মাহাত্ম্য পৌঁছে দেয়া দর্পন পরিবারের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে অন্যতম।
তারই প্রতিফলন দেখা গেছে নানা বয়সী শিশু ও কিশোর কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে। সন্ধ্যা আরতি ও ঢাকের বাজনার পর দর্পন পরিবারের সদস্যরা উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল বড়দের চমকপ্রদ আয়োজন। নাচে, গানে, আবৃত্তিতে মুখরিত ছিল সম্পূর্ণ আয়োজন।
তৃতীয় দিন, রবিবার ছিল দর্পণ পরিবারবর্গ ও তাদের বন্ধু বান্ধবদের মিলনমেলা। দশমীর অঞ্জলি ও সিঁদুর খেলা ছিল অন্যতম আকর্ষণ। প্রতিদিন দুপুরে, সন্ধ্যায় ও রাতে ছিল প্রসাদ বিতরণ। সব মিলিয়ে তিনদিনই ছিল মহা আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল