বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে গত ১৩ অক্টোবর নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় হেলো বাংলাদেশ রেস্টুরেন্ট হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য জিল্লুর রহমান (জিল্লু)। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া।
এ সময় ফজলুর রহমান বলেন, ‘বিগত শেখ হাসিনা সরকারকে সতর্ক করে অতিরিক্ত বাড়াবাড়ি না করতে বলেছিলাম। তারা ভ্রুক্ষেপ করেনি। আজ আমার কথার প্রতিফলন ঘটেছে। শেখ হাসিনা শুধু নিজেই ডুবেননি, ৭৫ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকেও ডুবিয়েছেন। তিনি তার মহান পিতা শেখ মুজিবুর রহমানের সম্মানও নষ্ট করেছেন।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সবচেয়ে সম্মানীত নেত্রী। বর্তমানে বাংলাদেশে তার ইমেজের ধারে কাছেও কোনো রাজনীতিবিদ নেই।’
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুল আহাদের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান (মিল্টন) ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সদ্য সাবেক কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ, বিএনপি নেতা মোহাম্মদ রিপন মিয়া, সাইদুর খাঁন (ডিউক), নিউইয়র্ক স্টেট জাসাসের সভাপতি মো. জাবেদ উদ্দিন, মোহাম্মদ নুরে আলম, জামালুর রহমান চৌধুরী, সুলতান আহমদ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইফুর খাঁন (হারুন), বিএনপি নেতা মুহিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি তোফায়েল চৌধুরী (লিটন), বিএনপি নেতা নাসিম আহমেদ, এবাদ চৌধুরী, জাহাংগীর আলম, মোতাহার হোসেন, চৌধুরী সালেহ, রিয়াজ মাহমুদ, সোয়েব আহমদ, চৌধুরী সালেহ, এমদাদ রহমান তরফদার, তোফায়েল আহমদ, সোহাগ আফছার, কয়েছ আহমদ, হোসেন আহমদ, ময়নুল হক চৌধুরী, মোশারফ হোসাইন, শরিফুল খালিশদার, শামিম মাহমুদ, সোহেল আহমদ, আলমগীর হোসেন, আব্দুল আলম, আজিজুল হক, আজম, মুনির প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ